মুশফিক ভাই বলে দেওয়াতে ম্যাচ জয় সহজ করে দিয়েছে : রনি তালুকদার

বিপিএলের প্রথম ম্যাচে উত্তাপ না ছড়ালেও দ্বিতীয় ম্যাচে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। যেখানে এক পাশে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল এবং অন্য প্রান্ত ছিলেন মুশফিকুর রহিম। গতকাল বিপিএলের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৩ রান সংগ্রহ করে মিনিস্টার ঢাকা।





নিঃসন্দেহে মিরপুরে এত রান করে জয় নিশ্চিত যে কোন দলের। কিন্তু মুশফিকুর রহিমের বুদ্ধিমত্তায় ১৮৪ রানেও ম্যাচ জয়লাভ করেছে খুলনা টাইগার্স। ম্যাচে জয়ের নায়ক ছিলেন রনি তালুকদার। ৪২ বলে খেলেছেন ৬১ রানের ঝকঝকে ইনিংস। ৭ চার ও ১ ছক্কায় ঢাকার বোলিং আক্রমণ তছনছ করেছেন।

ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রনি তালুকদার। পুরস্কার নিয়ে ডানহাতি ব্যাটসম্যান জানালেন নিজের ধ্রুপদী ব্যাটিংয়ের রহস্য। পুরস্কার বিতরণী মঞ্চে রনি বলেছেন, “আমাদের ব্যাটিংয়ের পরিকল্পনা খুব সাধারণ ছিল”।

“মুশফিক ভাই আমাদের যে পরিকল্পনা দিয়েছিল, উইকেটে বল আসছে, শিশির আছে। উইকেটে কিভাবে খেলতে হবে মুশফিক ভাই বলে দেওয়াতে কাজটা সহজ করে দিয়েছে। বলেছিলেন, ‘‘তুই যাবি আর মেরিট অনুযায়ী খেলবি। হয়ে যাবে।’’ আমি সেটাই করেছি। বলের মেরিট অনুযায়ী খেলার।”





“প্রথম ম্যাচে রান করাটা অবশ্যই একজন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা। তাহলে আমার জন্য এবং দলের জন্য ভালো হতো। আমি চেষ্টা করেছি এমন কিছু করা যেন আমার রান এবং দলের রান ধারাবাহিকভাবে আসতে থাকে। ৮০-৮৫ রান যদি করতে পারতাম, তাহলে আমরা সহজেই জিতে আসতে পারতাম।”