চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে প্রচণ্ড গরমে মাঠ ছাড়তে বাধ্য হলেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোর্গ। বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরিফুদৌল্লাহ ইবনে শহিদ সৈকত এবং রিচার্ড কেটেলবোর্গ।
কিন্তু প্রচণ্ড গরমে দুর্বলতা বোধ করায় শেষে মাঠই ছেড়ে গেলেন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের আম্পায়ার রিচার্ড কেটেলবোর্গ। তার জায়গায় ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলিসন। এই টেস্টে তার ভূমিকা ছিল থার্ড আম্পায়ারের।
প্রচণ্ড গরমে তিন দিন ধরে আম্পায়ারিংয়ে পর চতুর্থ দিনের দুপুর পেরিয়ে আর ধকল নিতে পারেননি ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড। দ্বিতীয় সেশনে ৬ ওভার পর মাঠ ছাড়েন তিনি।
চলতি সিরিজের জন্য বাংলাদেশে এসেছেন দুজন বিদেশি আম্পায়ার। একজন ইংল্যান্ডের কেটেলবোর্গ ও অন্যজন উইন্ডিজের উইলসন। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডেরই ক্রিস ব্রড।