পাড়ার ক্রিকেটের উদ্ভট সব নিয়ম চালু করে ‘দ্য সিক্সটি’ নামে ৬০ বলের অদ্ভুত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

এই সময় শুধু টেস্ট ক্রিকেটে গণ্য করা হতো আন্তর্জাতিক ক্রিকেটে। এর পর সেটি পরিবর্তন হতে হতে ৫০ ওভারে নেমে আসে। ক্রিকেটের আরো বিনোদন বাড়াতে ওয়ানডের পর টি-টোয়েন্টি ক্রিকেট চালু করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কিন্তু সেখানেও থেমে নেই অনেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে পর চালু হয় টি-টেন ক্রিকেট।





তবে এবারের থেকেও ছোট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। উদ্ভট সব নিয়ম চালু করে ‘দ্য সিক্সটি’ নামে ৬০ বলের অদ্ভুত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিক্সটির প্রথম সংস্করণ আসছে ২৪ থেকে ২৮ আগস্ট সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে হবে।

৬০ বলের ক্রিকেট নতুন না হলেও নতুনত্ব এনেছে উইন্ডিজ। যোগ করেছে নতুন সব নিয়ম। গতানুগতিক ১০ উইকেটের পরিবর্তে ৬ ব্যাটারকে আউট করতে পারলেই ইনিংস শেষ হবে। পাওয়ার প্লে হিসেবে দু’ওভার বরাদ্দ থাকলেও প্রথম ১২ বলে দুটি ছক্কা হাঁকাতে পারলে তৃতীয় ওভারও পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে।

ইনিংসের প্রথম ৩০ বল একপ্রান্ত থেকে করে শেষ ৩০ বল অন্যপ্রান্ত থেকে করতে হবে বোলারদের। নির্ধারিত সময়ে ওভার শেষ না করতে পারলে শাস্তি হিসেবে থাকছে শেষ ৬ বলে ১ ফিল্ডার কম নিয়ে ফিল্ডিং করার।

এছাড়া ‘মিস্ট্রি ফ্রি হিট’ নামে নতুন এক নিয়মও চালু করেছে উইন্ডিজ। যেখানে খেলা দেখতে আসা দর্শকরা অ্যাপসের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ পাবে। দর্শক ভোটে নিদিষ্ট সময়ে একটি ফ্রি হিট নির্ধারণ করা হবে। পরে সেই বলে আউট হলেও ব্যাটাররা বেঁচে যাবেন। ক্রিকেটের এই নতুন সংস্করণ নিয়ে বেশ উচ্ছ্বসিত সিডব্লিউআই সভাপতি রিকি স্কেরিট।





“আমি উদ্ভাবন, উত্তেজনা এবং বিনোদন নিয়ে সত্যিই বেশ উচ্ছ্বসিত। খুব শিগগিরিই এটি ভক্তদের কাছে আসতে চলেছে। ক্রিকেটপ্রেমীরা একদম নতুন উদ্ভাবন দেখতে পাবে যা টি-১০ ক্রিকেটকে পরিবর্তন করবে এবং খেলাটিকে আরও দ্রুত গতিসম্পন্ন এবং অ্যাকশন প্যাকড করে তুলবে।”