বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ৩ আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়ে বেশ চমক জাগিয়েছিল ঢাকা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই তিনজনকে একসাথে বিপিএলের ম্যাচ দেখার জন্য। কিন্তু তিনজনকে একসাথে দেখতে অপেক্ষা করতে হবে সমর্থকদের।
ইনজুরির কারণে প্রথম ২-৩ ম্যাচে অনিশ্চিত মাশরাফি বিন মুর্তজা। এমনকি পুরো ঢাকা পর্বে সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে মাশরাফি বিন মুর্তজাকে। তবে মাশরাফিকে ভীষণ মিস করবে মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমদিকে মাশরাফিকে না পাওয়ায় হতাশ হয়েছেন মাহমুদুল্লাহ।
মাশরাফির ফেরার কথাও নিজ বক্তব্যে বলে দিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুউল্লাহ। তিনি বলেন, “মাশরাফি ভাই থাকলে দলের পেস বোলিং বিভাগ আরও সমৃদ্ধ হয়ে যায়। কন্ডিশন বিবেচনায় উনার অভিজ্ঞতা অনেক কাজে আসে। কিন্তু প্রথম দুই ম্যাচে উনাকে হয়তো পাব না আমরা। তবে আমি আশাবাদী, তৃতীয় ম্যাচ থেকে উনাকে পাওয়া যাবে।”
মিনিস্টার ঢাকা স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকী, নাইম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ, এবাদত হোসেন ও রিশাদ হোসেন।