ওমানে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতার হয়ে ফাইনাল ম্যাচের শেষে আজ সকালে ওমানে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। গতকাল ফাইনাল ম্যাচের পর প্রথমে আবুধাবি যান সাকিব আল হাসান।





এরপর সেখান থেকে সড়ক পথে রওনা দেন ওমানের উদ্দেশ্যে। তবে তাদের সাথে যোগ দিয়ে কোয়ারেন্টাইন-এ থাকতে হবে না সাকিব আল হাসানকে। তবে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই সাকিব আল হাসানকে। আগামীকাল স্কটল্যান্ড-এর বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব।

এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ দুইটি শুরু হবে রাত আটটায়। ২১ অক্টোবর বাংলাদেশের লড়বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল চারটায়।

বাছাইপর্বের বাধা উতরাতে পারলে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে উঠলে ২৫ অক্টোবর শারজাতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।





বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। স্ট্যান্ডবাই: রুবেল হোসেন।