এভাবে আউট হয়ে সোহান নিজেকে ও দলকে হতাশ করেছে : রাসেল ডমিঙ্গো

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ বিরতির পর সুবিধাজনক স্থানে ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই নুরুল হাসান সোহানের উইকেট বিলিয়ে দিয়ে আসা কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। ইয়াসির আলীর কনকাশন সাব হিসেবে ব্যাটিংয়ে নামা নুরুল হাসান সোহানের আউটটা (১৫) ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন অনেকে।





লং অন সীমানায় ফিল্ডার থাকার পরও অফ স্পিনার সাজিদ খানকে উড়িয়ে মারতে গিয়ে সীমনায় ধরা পড়েন। সোহানে এভাবে উইকেট বিলিয়ে দেওয়া মোটেও ভালো ভাবে নিচ্ছে না ক্রিকেটপ্রেমীরা। তাদের সাথে যোগ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

তিনিও মনে করছেন সোহান দলকে বিপদে ফেলেছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, “কখনোই আমি মিডিয়ায় ক্রিকেটারদের সমালোচনা করব না। তবে ওই সময়টায় আমরা কিছুটা মোমেন্টাম পেতে শুরু করেছিলাম। ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে এগিয়ে ছিলাম। ওই জুটি আর ৪০-৫০ রান করতে পারলে পাকিস্তানকে চাপে রাখা যেত।”

তবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বিশ্বাস এই ভুল আর কোনদিন করবেন না কাজী নুরুল হাসান সোহান। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভালো ইনিংসে বাংলাদেশকে উপহার দেবেন তিনি।





“সোহানকে যদি জিজ্ঞেস করা হয়, “এই বলে তুমি কি করবে?” আমি নিশ্চিত, সে আর এই শট খেলবে না। অবশ্যই সে নিজেকে হতাশা করেছে ওই সময়ে ওই শট খেলে। আমরা ওই সময় ম্যাচে এগিয়ে ছিলাম। ১৯৬ রানে এগিয়ে ছিলাম, দুজন থিতু ব্যাটসম্যানকে নিয়ে ভালো অবস্থায় ছিলাম আমরা। এভাবে আউট হয়ে সে নিজেকে ও দলকে হতাশ করেছে।”