টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য কক্ষে তারকাদের ছড়াছড়ি

আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বিকাল চারটায় ওমান বনাম পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই দিন রাতে স্কটল্যান্ড-এর মুখোমুখি হবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব এবং মূলপর্ব দিয়ে মোট ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন ২০ জন জনপ্রিয় ধারা ভাষ্যকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য পক্ষে দেখা যাবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়ক ড্যারেন সামি।

এছাড়াও থাকছেন ২০১২ আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট শেন ওয়াটসন। থাকবেন দক্ষিণ আফ্রিকায় কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইন। বাংলাদেশ থেকে ধারাভাষ্য পক্ষ মাতাবেন শুধুমাত্র আতাহার আলী খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা : ড্যারেন স্যামি, ডেল স্টেইন, শেন ওয়াটসন, নাসের হুসাইন, হার্শা ভোগলে, ইয়ান বিশপ, নাটালি জার্মানোস, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, সাইমন ডুল, রাসেল আরনল্ড, আনজুম চোপড়া, মুরালি কার্তিক, আতহার আলি খান, বাজিদ খান, এমপুমেলেলো এমবাঙ্গুয়া, প্রিস্টন মোমসেন, ড্যানি মরিসন, মার্ক নিকোলাস, নায়াল ও’ব্রায়েন ও অ্যালান উইলকিন্স।





ম্যাচ রেফরি তালিকা : ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাধুগালে ও জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ার তালিকা : ক্রিস ব্রাউন, আলিম দার, কুমার ধর্মসেনা, মরিস ইরাসমাস, ক্রিস গাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলব্র, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যঙ্কটন রুসেরি, রড টাকার, জো উইলসন ও পল উইলসন।