তাইজুলকে আমার অনেক ভালো লেগেছে। তবে আমার মনে হয়, তার আরেকটু বৈচিত্র যোগ করা উচিত: সাকলায়েন মুশতাক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পেরেছেন মাত্র বাংলাদেশের ২ জন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশ টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরে নিজেকে আবার মিলে ধরতে সফল হয়েছেন তিনি।





প্রথম টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র লিটন দাসের রান করেছেন। ঠিক তেমনই বল হাতে প্রথম টেস্ট ম্যাচে পারফরম্যান্স করেছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তিনি তুলে নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে তুলে নিয়েছিলেন ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দুই উইকেট এর মধ্যে ১ উইকেট তুলে নিয়েছেন তিনি।

তাইজুল ইসলামের বোলিংয়ে নজর পরেছে পাকিস্তানের স্পিন বোলিং কোচ সাকলায়েন মুশতাকের। চট্টগ্রাম টেস্টে তাইজুলের বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি। তাইজুল ইসলামকে নিয়ে সাকলায়েন মুশতাক বলেন,

“তাইজুলকে আমার অনেক ভালো লেগেছে। যে জায়গায় সে আক্রমণ করেছে, ব্যাটসম্যানদের কোনো সুযোগ দেয়নি। আলগা বল তো নয়ই, সিঙ্গেলের সুযোগও দেয়নি। ওর নিয়ন্ত্রণ আমার সত্যিই ভালো লেগেছে।”





“তবে আমার মনে হয়, তার আরেকটু বৈচিত্র যোগ করা উচিত। সেটা তাকে বাড়তি কিছু দেবে। আরেকটু ওভারস্পিন তাকে অনেক সহায়তা করতে পারে। তবে তার টেম্পারমেন্ট, তার ধৈর্য আমার খুবই ভালো লেগেছে। নিয়ন্ত্রণটাই তাইজুলের মূল শক্তি।”