বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ের নিয়মিত ক্রিকেটার ছিলেন ফাস্ট বোলার আল-আমিন হোসেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অনিয়মিত হয়ে পড়েছেন এই ফাস্ট বোলার। সর্বশেষ গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আল-আমিন হোসেন।
এরপর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি। বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটাই সফল আল-আমিন হোসেন ২৯ ইনিংসে বল করে উইকেট তুলেছেন ৪৩টি। ইকোনমি রেট সাতের একটু ওপরে, টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে যা অবশ্যই দারুণ।
একসময় জাতীয় দলের এই নিয়মিত ফাস্ট বোলার আবারো জাতীয় দলে সুযোগ পেতে চান। সামনে রয়েছে জাতীয় ক্রিকেট লিগ। সেখানে অংশগ্রহণ করতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আল-আমিন হোসেন। অনুশীলনের ফাঁকে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে আল-আমিন হোসেন বলেন,
“অতীত অবশ্যই পোড়ায় কারণ একটা প্লেয়ার ন্যাশনাল টিমে একসময় ডমিনেট করে খেলেছি, বিশেষ করে টি-টোয়েন্টি হলেই ফার্স্ট অপশন ছিলাম। সেক্ষেত্রে এখন যেকোনো কারণে টিমের সাথে নেই, তো চেষ্টা করতেসি কী বলা হত বা কী হত ঐগুলো চিন্তা না করে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায় নিজেকে।”
সামনে রয়েছে জাতীয় ক্রিকেট লিগ। এই নিজেকে নিজেকে ছাড়িয়ে যেতে চান আল-আমিন হোসেন। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের নিজেকে আবার ফিরে পেতে চান আল-আমিন হোসেন। “নিজেকে আরো সুপার ফিট করে বিশেষ করে টি-টোয়েন্টি বোলিং নিয়ে ইয়র্কার, স্লোয়ার, স্লোয়ার বাউন্সার যেগুলো দিয়ে ব্যাটসম্যানকে বিপদে ফেলা যায় সেই জিনিসগুলো নিয়েই বেশি কাজ করতেসি”।
“এখন মেইন টার্গেট যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম আমাদের সামনে ন্যাশনাল লিগ খেলা আছে, ফিটনেস টেস্ট আছে। ফিটনেসটা আরো ভালো করে কীভাবে ন্যাশনাল লিগ দিয়ে কামব্যাক করা যায় সেটাই চেষ্টা করছি।”