আগামীকাল থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। প্রথমবারের মতো এই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ের সেরা দুই ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান এবং মিচেল স্টার্ক। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক কদর রয়েছে এই দুই ফাস্ট বোলারের।
একদিকে অস্ট্রেলিয়া ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দেবেন মিচেল স্টার্ক অন্যদিকে বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। তবে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার মিচেল স্টার্কের থেকে অনেক এগিয়ে রয়েছেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
মূলত টি-টোয়েন্টি ক্রিকেটের থেকে ওয়ানডে ক্রিকেটের জন্য অনেকটাই কার্যকরী বোলার মিচেল স্টার্ক। গত দুটি ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অস্ট্রেলিয়ার এই গতি দানব। তবে অনেক ক্ষেত্রেই টি-টোয়েন্টি ক্রিকেটে মিচেল স্টার্কের থেকে অনেক এগিয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান। বিষয়গুলো আলোচনা করা হলো।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কের চেয়ে উইকেট সংগ্রহের তালিকায় অনেক বেশি এগিয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩৯ ম্যাচে স্টার্ক নিয়েছেন ৪৮ উইকেট। অন্যদিকে, ৪৩ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ম্যাচপ্রতি উইকেটেও স্টার্কের চেয়ে মুস্তাফিজ এগিয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচপ্রতি ১.২৩ উইকেট নেন স্টার্ক। অন্যদিকে, ফিজের ম্যাচপ্রতি উইকেট ১.৪২। আরো এক জায়গায় মিচেল স্টার্কের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে কখনো পাঁচ উইকেট নিতে পারেননি স্টার্ক।
অন্যদিকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মত বড় দলের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের সেরা বোলিং ফিগার হলো ২২ রানে ৫ উইকেট। অন্যদিকে, স্টার্কের সেরা বোলিং ফিগার ১১ রানে ৩ উইকেট।
এছাড়াও বোলিং স্ট্রাইকরেটের এগিয়ে মুস্তাফিজ। মুস্তাফিজের অ্যাভারেজ ১৫.৫৬ আর স্টার্কের ১৮.৩৮।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজ মেডেন ওভার করেছেন মোট ৩ বার। অন্যদিকে, স্টার্ক মাত্র একবার মেডেন ওভার নিতে পেরেছেন।
স্টার্কের চেয়ে সাম্প্রতিক ফর্মও ভালো মুস্তাফিজের। ক্যারিবীয় সফরে ৪টি ম্যাচে ১৬ ওভার বোলিং করে স্টার্ক নিয়েছেন মাত্র ১টি উইকেট। ওই ১৬ ওভারে তিনি দিয়েছে ১৪১ রান। অন্যদিকে, জিম্বাবুয়ের মাটিতে একটি টি-টোয়েন্টি খেলেই ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।