মুজিববর্ষ উপলক্ষে বরগুনায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো পারফর্মেন্স করে দেখাতে পারেননি মোহাম্মদ আশরাফুল। একপর্যায়ে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। তবে বসে নেই মোহাম্মদ আশরাফুল। যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই খেলছেন মোহাম্মদ আশরাফুল।
গত শুক্রবার খেলেছেন বরগুনায়। বরগুনায় টুর্নামেন্টে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইউবি) হয়ে খেলেছিলেন আশরাফুল। ফাইনালের ওই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়লাভ করেছে আইউবি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (আইউবি)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ১৬১ রান করে।
জবাবে বরগুনা বয়েজ ১০ জন খেলোয়াড় নিয়ে মাঠে নেমে ১৮.৩ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করে। বরগুনা বয়েজের হয়ে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ৪৮ বলে ৮৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
বরগুনা বয়েজের ক্যাপ্টেন মইনুল ইসলাম এমপি কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোট ৮৯ রান ও ১৩ উইকেট পেয়ে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।
এদিকে গতকাল এর সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খারাপ খেলার কারণে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন মোহাম্মদ আশরাফুল। সামাজিক যোগাযোগ মাধ্যমের মোহাম্মদ আশরাফুল বলেন,
“এবারের “বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ” টুর্নামেন্টে আমি ভাল খেলতে পারিনি। আমার প্রতি আমার ভক্তদের অনেক আশা ছিল, আমি অনেক ভাল খেলব। কিন্তু তাদের আশা আমি পূরন করতে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত”।
“কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আশা করি খুব দ্রুত রানে ফিরব ইনশাআল্লাহ। গতকাল বরগুনা MP T20 টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আমি ৪৮ বলে ৮৪ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হই। সবাই আমার জন্য দোয়া করবেন।”