অবশেষে নিজেকে যেন পুরনো ছন্দে ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বিসিবি প্রেসিডেন্ট কাপের পর এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্ণামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।
এই টুর্নামেন্টের উইকেট সংগ্রহের তালিকায় মোস্তাফিজুর রহমানের ধারের কাছে নেই আর কোন ক্রিকেটার। ৯ ইনিংসের ৩৪.৫ ওভার বোলিং করে ২০৯ রান খরচ করে ২১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৬.২৪ ইকোনমিক রেটে এই টুর্নামেন্টের মুস্তাফিজুর রহমানের বেস্ট বোলিং ফিগার ৫ রানের বিনিময়ে ৪ উইকেট।
মুস্তাফিজুর রহমানের এই দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই মুস্তাফিজকে জাতীয় দলে দেখতে চান তিনি। মোস্তাফিজুর রহমানের কাছ থেকে এই ধরনের পারফরম্যান্স প্রত্যাশিত বলে জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।
বাঁহাতি পেসারের পারফরম্যান্স নিয়ে হাবিবুলের বলেছেন, ‘মোস্তাফিজ সাদা বলে আমাদের এক নাম্বার বোলার। ওর কাছে প্রত্যাশাটা এমনই থাকে। ওর কাছে এরকম বোলিং আমরা আশা করি। ও অনেক ভালো বোলার ও আরও ভালো করতে পারে।
ফাইনালে নতুন একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজুর রহমান। কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি সাকিব আল হাসানের। বিপিএলের ষষ্ঠ আসরে (২০১৮-১৯) ঢাকা ডায়নামাইটসের হয়ে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে ফাইনালে ৩ উইকেট পেলেই রেকর্ডটি নিজের করে নিবেন মুস্তাফিজ।