আগামী বছর বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ নিশ্চিত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

এবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তান। ক’রোনা ভাই’রাসের আগে সর্বশেষ বাংলাদেশ সিরিজ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সহ আগামী দুই বছরের জন্য সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী আগামী বছরের নভেম্বরে ২ টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে তারা।

আগামী দুই বছর খুবই ব্যস্ত সময় পার করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এই দুই বছরে অন্তত দশটি দ্বিপাক্ষিক সিরিজ সহ আরো বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলবে পাকিস্তান। বাংলাদেশ ছাড়া নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে তারা।

হোম সিরিজে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান। এর পাশাপাশি ২০২২ সালের এশিয়া কাপও আয়োজন করবে পিসিবি।