টি-টোয়েন্টি বিশ্বকাপে হঠাৎ করে গ্রুপ পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের। শুরুতেই গ্রুপ দুই নম্বরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির নিয়ম পরিবর্তনের কারণে প্রথম গ্রুপে খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিদিনই রয়েছে দুটি করে খেলা।
যার প্রথমটি শুরু হবে বিকাল চারটায় এবং দ্বিতীয় টি শুরু হবে রাত ৮ টায়। মূল পর্বে বাংলাদেশের প্রতিটি খেলা দিনের আলোতে। তাতে কিছু সুবিধাই হয়েছে বাংলাদেশের এমনটাই মনে করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।
বাছাইপর্বের স্কটল্যান্ড আর ওমানের বিপক্ষে প্রথম পর্বের দুটি ম্যাচই ছিল রাতে। এ দুটি ম্যাচেই বাংলাদেশের স্পিনাররা ভুগেছেন গ্রিপ সমস্যায়। মাসকাটেই কেবল নয়, সংযুক্ত আরব আমিরাতেও রাতে শিশির পড়ে।
যেহেতু বাংলাদেশের বোলিং আক্রমণ স্পিনের ওপর নির্ভরশীল, তাই শিশিরটা সেখানে বড় সমস্যাই। সে কারণে দিনের আলোতে পুরো ম্যাচই বাংলাদেশের জন্য ইতিবাচক। এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন,
“গ্রুপের সব দলই ভালো। জিততে হলে প্রতিটি ম্যাচেই আমাদের ভালো খেলতে হবে। এ গ্রুপে পড়ায় যে সুবিধাটা হয়েছে, সেটি হচ্ছে সব ম্যাচই আমাদের দুপুরে পড়েছে। রাতে বল একটু কম স্পিন করে। দুপুরে ম্যাচ হওয়াতে এটা আমাদের জন্য ভালো হয়েছে’ বলেছেন হাবিবুল বাশার”।
মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ বাছাইপর্ব থেকে উঠে আসা গ্রুপ এ’র চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। তার মানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল চারটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
মূল পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল চারটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একদিন পরেই মূলপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২৯ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
মূল পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আবুধাবিতে ২ নভেম্বর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। মূল পর্বের শেষ ম্যাচে আস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ নভেম্বর আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।