অস্ট্রেলিয়ানরা আইপিএলের টাকার কারণে তাদের ডিএনএ বদলে ফেলেছে : রমিজ রাজা

সভাপতির দায়িত্ব নিয়েই বড় ধরনের ঝামেলার মধ্যে পড়েছেন রমিজ রাজা। কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর রমিজ রাজার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। ইতিমধ্যেই পাকিস্তানের মাটিতে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।

বেশ কিছুদিন ধরেই এই নিয়ে চলছে নানা আলোচনা। তবে এবার নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া ক্রিকেটকে আক্রমণ করে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। তার অভিযোগ, আইপিএলের টাকার লোভে ইচ্ছা করে ভারতের বিপক্ষে শান্তভাবে খেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

এআরওয়াই নিউজকে রমিজ রাজা বলেছেন, “অস্ট্রেলিয়ানরা টাকার কারণে তাদের ডিএনএ বদলে ফেলেছে। তারা এখন ভারতের বিপক্ষে শান্তভাবে আগ্রাসী মনোভাব ছাড়া খেলে। আন্তর্জাতিক ক্রিকেটারদের এখন আইপিএলের চুক্তি বাঁচানোর চাপ রয়েছে। যেখানে তারা টাকা ও অন্যান্য অনেক কিছুই পায়।”





নিরাপত্তার কারণ দেখিয়ে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করতে পারে অস্ট্রেলিয়া। আগামী বছর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে এই সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।