রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল চেন্নাই সুপার কিংস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গতকাল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল চেন্নাই সুপার কিংস। টস হেরে বেঙ্গালুরু আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয়। বিরাট কোহলি ও দেবদূত পাড্ডিকালের ব্যাটে ভর করে ১৩.২ ওভারে বিনা উইকেটে ১১১ রান তুলে ফেলে।





এরপর দ্রুত ৬টি উইকেট হারায় তারা। তাতে ৬ উইকেটে ১৫৬ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ব্যাট হাতে কোহলি ৪১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন। আর পাড্ডিকাল ৫০ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৭০ রান। বাকিদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স ১২ ও গ্লেন ম্যাক্সওয়েল ১১টি রান করেন। বল হাতে ডোয়াইন ব্রাভো ৩টি ও শার্দুল ঠাকুর ২টি উইকেট নেন।

১৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাপ ডু প্লেসিস ভালো শুরু করেন। ৮.২ ওভারে তারা ৭১ রান তুলে ফেলেন। এরপর যুজবেন্দ্র চাহালের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন ঋতুরাজ। ৪টি চার ও ১ ছক্কায় ঋতুরাজ ২৬ বলে ৩৮ রান করে যান।

একই রানে ডু প্লেসিসকে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। ২ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৩১ করেন ডু প্লেসিস। ১৪তম ওভারের শেষ বলে মঈন আলীর উইকেট তুলে নেন হার্সাল প্যাটেল। ১৮ বলে ২ ছক্কায় ২৩ রান করেন মঈন আলী। ১৫.৪ ওভারের মাথায় প্যাটেলের বলেই আউট হন আম্বাতি রাইডু।





তিনি ২২ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩২ রান করে যান। তখনও জয়ের জন্য চেন্নাইর প্রয়োজন ছিল ২৪ রান। সেখান থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। রায়না ১০ বলে ১৭ ও ধোনি ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন চেন্নাইর ডোয়াইন ব্রাভো।