লিটন যদি এক ঘণ্টা মুশফিক ভাইয়ের সঙ্গে খেলতে পারতো তাহলে হয়তো অন্যরকম হতে পারতো : মমিনুল হক

ড্র হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমে সবকয়টি উইকেট হারিয়ে ৩৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। শ্রীলংকার হয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জোলো ম্যাথুস করেন ১৯৯ রান। বাংলাদেশের হয়ে ৬টি উইকেট লাভ করেন নাঈম হাসান।





জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ করে ৪৬৫ রান। বাংলাদেশের হয়েছে ১৩৩ রান সংগ্রহ করেন তামিম ইকবাল এবং ১০৫ রান করেন মুশফিকুর রহিম এছাড়াও লিটন দাস সংগ্রহ করেন ৮৮ রান। দ্বিতীয় ইনিংসের ৬ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এসময় দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

তবে এই ম্যাচে দুই দলই অনেক ধীর গতিতে রান তুলেছে। প্রথম ইনিংসে শ্রীলংকা খেলেছিল ১৫৩ ওভার। এরপর বাংলাদেশ খেলেছে ১৭০ ওভার। যদি বাংলাদেশে আরেকটু রান রেট বাড়িয়ে খেলতে পারত তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। যেটি স্বীকার করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক।

তিনি জানিয়েছেন লিটন দাস যদি আউট না হত তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো বলে জানিয়েছেন মমিনুল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মমিনুল হক বলেন, “যদি পাঁচদিন খেলা দেখে থাকেন… ওদের ব্যাটিংও দেখেন, আমাদের ব্যাটিংও দেখেন, এই উইকেটে আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি বেশি এক্সাইটেড হয়ে যান তাহলে উইকেট পড়ার সুযোগ বেশি থাকবে।





“লিটন আউট না হলে হয়তো আমরা ওই সুযোগটা (আক্রমণাত্মক) নিতে পারতাম। যেই সুযোগটা নিতে গিয়ে ওই সময়ে ২-৩ উইকেট পড়ে যায়। তামিম, সাকিব ভাই আউট হলো। লিটনও আউট হলো। লিটন যদি এক ঘণ্টা মুশফিক ভাইয়ের সঙ্গে খেলতে পারতো তাহলে হয়তো অন্যরকম হতে পারতো। চট্টগ্রামের এই উইকেটে সিঙ্গেল নিতে পারেন। কিন্তু বেশি এক্সেলারেট করতে গেলে আউট হওয়ার সুযোগ বেশি থাকে।”