২০২১ সালের টি-টোয়েন্টি ক্রিকেটে গর্ব করার মত একটি বছর পার করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবছর টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছে টাইগাররা। এবছর টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি সোনালি বছর।
ইতিমধ্যেই বিশ্বকাপের বাছাইপর্বে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে মন পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। এছাড়াও এবছর ঘরের মাঠের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় সহ মোট ১১ টি টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ।
এবছর খেলা ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১১ ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ১৮ ম্যাচ খেলে বাংলাদেশের সমান ১১ টি টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছে। তালিকায় তৃতীয় নম্বর হয়েছে পাকিস্তান।
১৭ ম্যাচের মধ্যে তারা জয়লাভ করেছে ৯ ম্যাচে। চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করেছে আটটি ম্যাচ। এছাড়াও ইংল্যান্ড এবং নামিবিয়া জয়লাভ করেছে সাতটি করে ম্যাচ।