লিটন দাসকে আরো সুযোগ দিতে চান মাহমুদুল্লাহ রিয়াদ

বর্তমান সময়টা ভালো কাটছে না জাতীয় দলের ওপেনার ব্যাটার লিটন দাসের। সর্বশেষ ২০২০ সালের ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে হাফ সেঞ্চুরি করেছেন লিটন দাস। এরপর ১১ ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামলেও দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র চার বার।

এর মধ্যে সর্বোচ্চ ৩৩ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও গতকাল পাপুয়া নিউগিনির বিপক্ষে মাত্র ২৯ রান করেছেন তিনি।

এর আগেই স্কটল্যান্ড-এর বিপক্ষে ৫ এবং ওমানের বিপক্ষে করেছিলেন ৬ রান। স্ট্রাইক-রেটও তেমন একটি ভালো নয় লিটন দাসের। তবে লিটন দাসকে আরো সুযোগ দিতে চান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন,





“লিটনের সামর্থ্য সম্পর্কে আমরা জানি, সবাই ওর পাশে আছি। ওর যে স্কিল আছে, এই পর্যায়ে পারফর্ম করার জন্য যথেষ্ট। প্রতিদিন কষ্ট করছে”। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব।