কলকাতা শিবিরের করোনার বড় আঘাত। আক্রান্ত হয়েছেন দুইজন। স্থগিত করা হয়েছে আজ বেঙ্গালুরু বনাম কলকাতার মধ্যকার ম্যাচ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আজ ৩০তম ম্যাচ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু শেষ পর্যন্ত দুই দলের মধ্যকার আজকের এই ম্যাচ স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই।

প্রথমবারের মতো করোনা ভাইরাসের কারণে আইপিএলের ম্যাচ স্থগিত ঘোষণা করলো বিসিসিআই। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে আঘাত হেনেছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন এক অথবা একাধিক ক্রিকেটার।

এছাড়াও কলকাতার বেশ কয়েকজন ক্রিকেটার এবং স্টাফ অসুস্থ অনুভব করায় তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই জন ক্রিকেটার তারা হলেন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার।





এছাড়াও কয়েকজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে পরবর্তীতে এই ম্যাচটি আয়োজন করা হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।