গতকাল আইপিএলে মুস্তাফিজের বিধ্বংসী বোলিং দেখে দারুন প্রশংসা করলেন ড্যানিয়েল ভেট্টরি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে দারুন ছন্দে রয়েছেন ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। রাজস্থান রয়েলসের হয়ে প্রতিটি ম্যাচের একাদশেই দেখা গিয়েছে মোস্তাফিজুর রহমানকে। এখন পর্যন্ত আইপিএলে দারুন ছন্দে রয়েছেন তিনি। ৭ ম্যাচে ৮.২৯ ইকোনমিক রেটে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।





বিশেষ করে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিধ্বংসী বোলিং করেছিলেন মুস্তাফিজ। রাজস্থান রয়েলসের দেওয়া ২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার ব্যাটসম্যান মনিশ পান্ডে এবং জনি বেয়ারস্টো।

উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতে এই দুইজন দলের খাতায় যোগ করেন ৫৭ রান। এক মুহুর্তে তখন মনে হচ্ছিল ম্যাচটা বের করে নেবেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু ম্যাচের মোড় তখনই ঘুরিয়ে দেন মুস্তাফিজ। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মনিশ পান্ডেকে প্যাভিলিয়নে ফেরেন মুস্তাফিজুর রহমান।

এরপর আফগানিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ নাবি এবং রশিদ খানকে প্যাভিলিয়নে ফেরেন মুস্তাফিজ। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে ২০ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিংয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন নিজেদের দলের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো আইপিএল বিষয়ক এক অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের দারুণ প্রশংসা করেন তিনি। এই সময় তিনি বলেন, “জস বাটলার এবং সঞ্জু স্যামসন ছাড়াও আজকের ম্যাচে ভালো খেলেছে মোস্তাফিজুর রহমান। আজকের ম্যাচে সে দারুন ছন্দে ছিল”।





“চলতি টুর্ণামেন্টে আজকের ম্যাচে সবচেয়ে ভালো পারফর্মেন্স দেখিয়েছে। আমি জানি সে বিগত কয়েক মাস ধরে স্লোয়ার এবং সুইং নিয়ে কাজ করেছে। আজকের ম্যাচে দেখেছি সে ব্যাটসম্যানদের স্লোয়ার ছেড়ে পরাস্ত করেছে”।