বাছাই পর্ব শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহক সাকিব আল হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করেছে ৮ দল। সেখানে মূল পর্বে জায়গা করে নিয়েছে চারটি দল। গুরু ‘এ’ থেকে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা এবং নামিবিয়া। এছাড়াও গ্রুপ বি থেকে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড এবং বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে শেষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব আল হাসান। ৪.৫০ ইকোনমিক রেটে সাকিবের বেস্ট বোলিং ফিগার ৯ রানে ৪ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সাকিব। স্কটল্যান্ড-এর বিপক্ষে ১৭ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। দ্বিতীয় ম্যাচ ওমানের বিপক্ষে ২৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। আজ শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যারিয়ার সেরা ৯ রানে তুলে নেন চারটি উইকেট।





৮ উইকেটে নিয়ে উইকেট সংগ্রহের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় নম্বরে রয়েছেন শ্রীলংকার মহেশ থেকশান এবং স্কটল্যান্ডের জোশ ডেভি। এছাড়াও বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ৬টি, মেহেদী হাসান পাঁচটি এবং মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন চারটি উইকেট। বাংলাদেশের আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ নিয়েছেন তিনটি উইকেট।