ইতিহাস গড়লো নামিবিয়া। আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে তারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড এবং নামিবিয়া। আবু ধাবিতে রেকর্ড রান তাড়া করে নেদারল্যান্ডস বধ করেছিল নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দলটির কাছে এবার হেরে গেল পরাক্রমশালী আয়ারল্যান্ড।





জ্যান ফ্রাইলিঙ্ক ও ডেভিড উইজ দারুণ বোলিংয়ে শারজায় ৮ উইকেটে ১২৫ রানে থামায় আইরিশদের। অথচ আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি ছিল ৬২ রানের। শেষ ৪ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২৪ রান করে আইরিশরা।

ছোট লক্ষ্যে নেমে তাড়াহুড়ো করেনি নামিবিয়া। অধিনায়ক জেরহার্ড এরাসমুস হাল ধরেন। হাফ সেঞ্চুরি করেন তিনি ৪৮ বলে। ১৯তম ওভারে চার মেরে তা উদযাপন করেন। ১১ বলে তখন নামিবিয়ার দরকার ছিল ৫ রান। এরাসমুস সিঙ্গেল নিয়ে জেতানোর দায়িত্ব দিলেন উইজকে।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার চার মারলেন, যাতে তৈরি হলো একটি ঐতিহাসিক দিন। ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২৮ রানে অপরাজিত ছিলেন উইজ। ২ উইকেটও নিয়েছেন। তাতে টানা দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় হলেন তিনি। আর ৪৯ বলে ৩ চার ও ১ ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন এরাসমুস।





এছাড়া দুই ওপেনার ক্রেইগ উইলিয়ামস ১৫ ও জেন গ্রিন ২৪ রান করেন। ১৮.৩ ওভারে ২ উইকেটে ১২৬ রান করে নামিবিয়া। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার টুয়েলভে উঠল তারা।