আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিজের তৈরি সেরা একাদশ প্রকাশ করলেন মোহাম্মদ আশরাফুল

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগামীকাল প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামী কালকের ম্যাচের জন্য নিজেদের সেরা একাদশ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

নিজের ইউটিউব চ্যানেলে আগামী কালকের ম্যাচ নিয়ে কথা বলতে এসে নিজের সেরা একাদশ প্রকাশ করেছেন তিনি। ওপেনিংয়ে তার পছন্দ সৌম্য সরকার এবং নাঈম শেখ। তিন নম্বর ব্যাটিং পজিশনে তিনি রেখেছেন সাকিব আল হাসানকে। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এবং কাজী নুরুল হাসান সোহানকে রেখেছেন মোহাম্মদ আশরাফুল।

এছাড়াও তিনি একাদশে রেখেছেন দুই তরুণ প্রতিভাবান ক্রিকেটার আফিফ হোসেন এবং শামীম পাটোয়ারীকে। তবে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে একাদশে তিনি রেখেছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানকে। বাকি তিন ফাস্ট বোলার হিসেবে একাদশে তিনি রেখেছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে।





আগামী কালকের ম্যাচের জন্য মোহাম্মদ আশরাফুলের তৈরী সেরা একাদশ : সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।