বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। জানা গেছে, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রিকেই বিয়ে করতে যাচ্ছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা।
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন জারা। হবু স্ত্রীর বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি ২৫ বছর বয়সী অলরাউন্ডার সাইফউদ্দিন।
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাওয়ায় তার মা জহুরা বেগম এবং বড় ভাই কফিল উদ্দিন সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। বুধবার (০১ মার্চ) রাতে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জমকালো আয়োজনে হলুদসন্ধ্যা অনুষ্ঠিত হয় সাইফউদ্দিনের।
পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হলুদ অনুষ্ঠানে। আজ বৃহস্পতিবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা, একই কনভেনশন হলে।