বাংলাদেশের দেওয়া ২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেটে তুলে নিয়েছে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিতে পারতেন সাকিব। কিন্তু নিজের বলে নিজেকে ক্যাচ মিস করায় সেই উইকেট থেকে বঞ্চিত হন তিনি। তবে টাইগার ভক্তদের হতাশ করেননি সাকিব ওই ওভারেই জেসন রয়কে প্যাভিলিয়নের ফেরান তিনি।
তবে এরপর বোলিং কারিশমা দেখাচ্ছেন তাইজুল। ইতিমধ্যেই তিনি তুলে নিয়েছেন দুটি উইকেট। প্রথম ওভারে উইকেট না পেলেও দ্বিতীয় ওভারে ফিল সল্টকে বোল্ড করেন তাইজুল। ইংলিশ ব্যাটার ফেরেন ১২ রান করে। এরপর নিজের চতুর্থ ওভারে জেমস ভিন্সকে বোকা বানান তাইজুল। মুশফিকুর রহিমের স্ট্যাম্পিং-এ ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড
ম্যাচের শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মাথায় লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ১৫ বলে একটি ছক্কার সাহায্যে ৭ রান করে ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন।
দলীয় ৫১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। শুরু থেকেই ভালো খেলছিলেন তামিম ইকবাল। তবে মার্ক উডে একটি বল হাতে লেগে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। ৩২ বলে চারটি চারের সাহায্যে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেলেন তিনি।
ব্যাটিংয়ে নেমে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। তবে দুই জনই একবার করে জীবন পেয়েছে ইংল্যান্ড ফিল্ডারদের কাছ থেকে। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেনি মুশফিকুর রহিম। ৩৪ বলে একটি ছক্কার সাহায্যে ১৭ রান করে আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
মুশফিকের আউটের পর বেশি সময় টিকতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান। মঈন আলীর বলে মাত্র ৮ রান করে বোল্ড আউট হয়েছেন তিনি। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে সাথে নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত।
সেই সাথে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। ৬৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।এরপর ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন আদিল রশিদ। শান্ত বিদায় নেন ৬টি চারে ৫৮ রান করে। মাহমুদউল্লাহও আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৩১ রানে উইকেট হারান তিনি।
শেষে আফিফ হোসাইন ৯, মেহেদি হাসান মিরাজ ৭ রানে বিদায় নিলেও দলকে দুইশ পার করতে অবদান রাখেন তাসকিন আহমেদ। ১৮ বলে ১৪ রানের ইনিংস খেলে তিনি উইকেট হারান। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ১০ রান করে।
ইংলিশদের হয়ে কেবল ক্রিস ওকস ও উইল জ্যাকস একটি করে উইকেট শিকার করেন। বাকি চার বোলার জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ পান জোড়া উইকেট।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আরচার, মার্ক উড।