ইংল্যান্ড ১৭, বাংলাদেশ ৪

আর মাত্র একদিন পরেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৬ সালে সর্বশেষ সিরিজ খেলেছিল দুই দল। সেবার ঢাকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সাথে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।





এখনো ইংল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজ জয়লাভ করতে পারিনি বাংলাদেশ। তাইতো বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। ঘরের মাঠে সর্বশেষ এই ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

তাইতো বাংলাদেশ চাইবে নিজেদের জয়ের ধারা অক্ষুন্ন রাখতে। ২০০০ সালের ৫ অক্টোবর প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। সর্বশেষে ২০১৯ সালে ৮ জুন কার্ডিফে ওয়ানডে ম্যাচ খেলেছিল দুই দল।

এখন পর্যন্ত দুই দল মোট ২১ টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ এবং ১৭ টি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। চারটি জয়ের মধ্যে দুটি জয় ওয়ানডে বিশ্বকাপে (২০১১ এবং ২০১৫)।





তবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে ধরা হয়ে থাকে ২০১৫ সালের বিশ্বকাপের ম্যাচটিকে। কারণ ঐ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্ব খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।