বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্বের কথা এখন সবারই জানার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক মন্তব্যের পর সব জায়গায় এখন এই একটি আলোচনা।
গতকালও সংবাদ সম্মেলনে এই নিয়ে অনেক কথা বলতে হয়েছে তামিম ইকবালকে। যেহেতু এমন একটা কথা ছড়িয়েছে। তাই ইংল্যান্ড সিরিজের আগে নেট প্র্যাকটিসে চোখ ছিল গণমাধ্যমকর্মীদেরও। যুক্তরাষ্ট্র থেকে আজ সকালেই দেশে ফিরেছেন সাকিব।
বিশ্রাম না নিয়ে দুপুরেই অনুশীলনে যোগ দেন তিনি। কথা হয়েছে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে। এছাড়া মুশফিকুর রহিম মেহেদি মিরাজ সহ আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন তিনি। মজার ব্যাপার হলো, যাদের নিয়ে আলোচনা, সেই সাকিব-তামিম পাশাপাশি নেটেই ব্যাটিং প্র্যাকটিস করেছেন।
মিরপুর ইনডোরের খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে নেট প্র্যাকটিস করেন বাংলাদেশ দলের এই দুই তারকা। কিন্তু তাদের কেউ কথা বলতে দেখেননি।
চার পাণ্ডব সাকিব, তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম নেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। ডানদিক থেকে ধরলে এক আর দুই নম্বর উইকেটে প্র্যাকটিস করেছেন সাকিব আর তামিম। মাহমুদউল্লাহ আর মুশফিক তিন আর চার নম্বর উইকেটে।
আধা ঘণ্টার ওপর ব্যাটিং করেছেন সাকিব-তামিম। এরপর তামিম বিশ্রামে গেলেও সাকিব সরাসরি চলে আসেন চার নম্বর উইকেটে। কোনো বিরতি না দিয়ে ফের প্র্যাকটিস শুরু করেন।
সাকিবের অন্ততপক্ষে ৫-৭ মিনিট আগে দুই নম্বর উইকেট ছেড়ে চলে যান তামিম। সাকিব তখনও এক নম্বরে ব্যাট করছিলেন। তামিম গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনেকটা সময় কথা বলেন। সাকিব সেদিকে না গিয়ে সরাসরি চলে যান পরের নেটে।
এদিকে জানা গেছে, প্র্যাকটিস শেষে পুরো দলের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সন্ধ্যা ৭টার দিকে সাকিব যাবেন একটি অনুষ্ঠানে। বসুন্ধরা কনভেশন সেন্টারে একটি মোবাইল ফোন কোম্পানির প্রচারণায় যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।