স্বজনপ্রীতি দেখাবে না হাথুরুসিংহে। খারাপ পারফরমেন্স করলে বাদ পড়তে হবে জাতীয় দল থেকে

একেবারে আট-ঘাট বেঁধেই বাংলাদেশে এসেছেন জাতীয় দলের নতুন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে দায়িত্ব বুঝে নেওয়ার পরেই নিজের চেহারায় ফিরেছেন তিনি। ইতিমধ্যেই অনুশীলনে নানা তৎপরতা দেখা যাচ্ছে হাথুরুসিংহের মধ্যে।

বাংলাদেশ ক্রিকেটে কড়া হেডমাস্টার হিসাবে পরিচিত চন্দিকা হাথুরাসিংহে। যেখানে তার কাছে ছাড় পায় না কোন ক্রিকেটার। তাইতো তার অধীনে জাতীয় দলে টিকে থাকতে হলে নিয়মিত পারফরম্যান্স করতে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন।

ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন জাতীয় দলে পারফরমেন্স না করতে পারলে বাদ পড়বে সিনিয়র ক্রিকেটার। সেই সাথে জাতীয় দলে নতুন একটি সমস্যার বন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, “হাথুরুসিংহে আসার পর আমার মনে হচ্ছে নতুন কোনো একটা সমস্যা হতে পারে। আমি এখনই তা বলতে চাচ্ছি না। আমি আশা করবো সমস্যাটা যেন বড় না হয়”





“তবে সে ড্রেসিংরুমে কোনো কিছুর প্রশ্রয় দেবে না। এটাও একটা আবার সমস্যা। হয় সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, নয়তো সে চলে যাবে, কারণ সে এমনই। সে যে বাংলাদেশকে আগে পরিচালনা করেছিল এবং যে দলটি সে নিচ্ছে তার মধ্যে পার্থক্য রয়েছে”





পাপন যোগ করেন, “আমাদের খেলোয়াড়দের সমস্যাটা হলো, তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিছু বলে না। হাথুরুসিংহের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ আমি জানি, যদি কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করে হাথুরু তাকে দল থেকে বাদ দিয়ে দেবে।”