তৌহিদের হৃদয় বিপিএলে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে : হাবিবুল বাশার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তৌহিদের হৃদয়। যার পুরস্কার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছেন তিনি। তবে বিপিএলের পারফরমেন্স দেখে হৃদয়কে দলে নেয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুর বাসার সুমন।





প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটের রেকর্ড খুবই ভালো তৌহিদের। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটের ১৩ টি ম্যাচ খেলেছেন তৌহিদ হৃদয়। যেখানে ১৯ ইনিংসে তিনি রান করেছেন ৭৪৮। একটি ডাবল সেঞ্চুরি সহ দুটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি লিস্ট এ ক্রিকেটের রেকর্ড অনেক ভালো তৌহিদের। লিস্ট এ ক্রিকেটে ৪৫ ম্যাচ খেলেছেন তৌহিদের হৃদয়….. যেখানে ৪৫.৫০ গড়ে তিনি রান করেছেন ১৫৪৭। একটি সেঞ্চুরি সহ ১৩ টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তৌহিদ হৃদয় প্রসঙ্গে বাশার জানান,

“আমি দেখেছি হৃদয় চেন্নাইতে ভালো ইনিংস খেলেছে। ওয়ানডেতেও ভালো ব্যাটিং করছিল। সেখানে ম্যাচ জেতানো একটি ইনিংসও খেলেছিল সে। শেষ দুই বছর ধরে কিন্তু…হ্যাঁ প্রিমিয়ার লিগ ভালো খেলে, কিন্তু তার আগে এনসিএল এবং প্রথম শ্রেণির ক্রিকেটেও হৃদয়ের খুব ভালো পারফর্ম ছিল”

“তাই শুধু বিপিএলে এসেই সে রান করেছে, এমনটা বলা যাবে না। এটা ঠিক যে বিপিএলের পারফরম্যান্স আমাদের চোখে পড়েছে। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে সে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং করেছে, নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করেনা”





“প্রথম শ্রেণি বা অন্য জায়গায় সে ডিফারেন্ট ব্যাটিং করত। আমরা সবকিছু নিয়েই চিন্তুা করেছি, শুধু বিপিএল না। বিপিএল সামনে থাকলেও হৃদয়ের শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সব মিলিয়েই তাকে নিয়ে আলোচনা হয়”।