ভারত বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ : সৌরভ গাঙ্গুলী

চলতি বছর ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারতের সাবেক অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কথা তাদের উজ্জীবিত করতে পারে। ঢাকা সফরে এসে তিনি আশাবাদ ব্যক্ত করলেন, বাংলাদেশ আগামী বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “আমি অনেক প্রত্যাশা করি। (বাংলাদেশকে) কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য থাকে আর ফর্ম থাকে। আপনাদের বিশেষজ্ঞ স্পিনার ও পেসাররা যদি ফর্মে থাকে, তারা কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে।”

এদিকে সৌরভ ঢাকায় থাকতেই বাংলাদেশে পা রেখেছে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে তারা। সৌরভের বিশ্বাস, এই সিরিজে বাংলাদেশ ইংল্যান্ডকে হারাবে। ভারতের সাবেক অধিনায়কের কথা,





“বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে। পাপন ভাই বলছিলেন- আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে (সিরিজ) হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।”