নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের দারুন প্রশংসা করলেন সৌরভ গাঙ্গুলী

বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের মধ্যে একজন নাজমুল হোসেন শান্ত। বিগত কয়েক মাস ধরে তাকে নিয়ে নিয়মিত নানা ট্রোল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। জাতীয় দলে বারবার সুযোগ দেয়ার পরেও রান পাচ্ছিলেন না তিনি।





তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে নিজেকে মিলে ধরতে শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত। যার প্রমাণ তিনি দিয়েছেন শুদ্ধ শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বিপিএলের ইতিহাসে এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।

এর আগেও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ের প্রশংসা শোনা গিয়েছে তবে এবার শান্তর ব্যাটিংয়ের দারুন প্রশংসা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।একটি বিশেষ আমন্ত্রণে গতকাল বাংলাদেশে এসেছেন সৌরভ গাঙ্গুলি।

এরপর বিসিবি পরিচালক ইফতেখার আহমেদের বাসায় নিমন্ত্রিত হয়ে উপস্থিত সাংবাদিকদের সৌরভ বলেন, “আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সব সময় ভালো লাগে। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয়, যা ক্রিকেটে দেখার মতো। বোলিং-ব্যাটিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত (নাজমুল হোসেন) ভালো খেলছে।”





সৌরভ আরও বলেন, “বাংলাদেশ খুব ভালো দল। আগেও একবার ভারত এসেছিল ৬-৭ বছর আগে, সেখানেও (বাংলাদেশ) ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে, পাপন (নাজমুল হাসান) ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন। ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন।”