২০৬ রানের টার্গেটে মুখ থুবড়ে পড়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করে ক্রিকেটাররা। নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছে তারা।
যেখানে আগে ব্যাট করে ২০৫ রান সংগ্রহ করেছে বিসিবি নীল একাদশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয়েছে বিসিবি সবুজ একাদশ। ফলে ১০৪ রানের জয় লাভ করেছে বিসিবি নীল একাদশ।
প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বিসিবি মিল একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন ইয়াসির আলী। মাত্র ২ রান করেছেন তামিম ইকবাল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন লিটন দাস।
তবে এরপর আর ব্যাট হাতে জ্বলে উঠতে পারিনি আর কোন ব্যাটসম্যান। জাকির হাসান ৮ এবং মুশফিকুর রহিম ফেরেন ৬ রান করে। শেষ ভরসা আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে এসেছে ১৭ রান। এছাড়াও মেহেদী হাসান মিরাজ করেছেন ১৯ রান। তবে শেষের দিকে কিছুটা হলেও রানের গতি সচল করেছেন আমিনুল ইসলাম বিপ্লব প্রস্তুতি ম্যাচে ২৮ রান করেছেন তিনি।
সবুজ দলের হয়ে চারটি উইকেটে নিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়াও তিনটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। জবাবে ব্যাট করতে নেমে ২১.৩ ওভারে ১০১ রান করে অলআউট হয়ে যায় বিসিবি গ্রিন একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এছাড়াও ১৮ রান করেন মাহমুদুল হাসান জয় এবং ১১ রান করেন রিশাদ হোসেন এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। নীল একাদশের হয়ে একাই চার উইকেটে নিয়েছেন এবাদত হোসেন এছাড়াও তিন উইকেটে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি নীল একাদশ: ২০৫/১০ (ওভার : ৪২.৪), তামিম ইকবাল ২, লিটন দাস ৩৬, জাকির হাসান ৮, মুশফিকুর রহিম ৬, আফিফ হোসেন ১৭, ইয়াসির রাব্বি ৬১, মেহেদী হাসান মিরাজ ১৯, আমিনুল ইসলাম বিপ্লব ২৮, রেজাউল রহমান রাজা ৩, এবাদত হোসেন ৮*
তানভীর ইসলাম ৫-০-৩৩-১, রিশাদ হোসেন ৯-০-৩৪-২, হাসান মাহমুদ ৫.৪-০-২০-৩, তাইজুল ইসলাম ৯-১-২৩-৪
বিসিবি সবুজ একাদশ : ১০১/১০ (ওভার : ২১.৩), নাজমুল হোসেন শান্ত ২৭, মাহমুদুল হাসান জয় ১৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৭, তৌহিদ হৃদয় ০, নুরুল হাসান সোহান ৫, তাইজুল ইসলাম ৮, রিশাদ হোসেন ১১, মৃত্যুঞ্জয় চৌধুরী ১১, শরিফুল ইসলাম ৩, তানভীর ইসলাম ০*, হাসান মাহমুদ ১
রেজাউল রহমান রাজা ৪-০-২৪-১, নাসুম আহমেদ ২-০-৩-২, এবাদত হোসেন ৫-০-৩৭-৪, মেহেদী হাসান মিরাজ ৬.৩-২-১৬-৩