দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন শুরু করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর আজ থেকেই ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে পড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে।
তবে কাজ শুরুর আগে আজ সবার প্রথমে জাতীয় দলের ক্রিকেটার এবং জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে বিশেষ একটি বৈঠক করেছেন প্রধান কোচ। সকাল ১০ টায় শুরু হয় এই বৈঠক। দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া উপস্থিত ছিলেন প্রায় সকল ক্রিকেটার।
সেখানে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন শ্রীলঙ্কান কোচ, পরে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন নিজের পরিকল্পনা। এই সময় ক্রিকেটারদের নিজের সকল পরিকল্পনার কথা জানান চন্ডিকা হাথুরুসিংহে। জাতীয় দলের অনেক ক্রিকেটার আগের মেয়াদেও হাথুরুসিংহেকে পেয়েছেন।
আবার অনেকের জন্য এই প্রথম তাঁকে দেখা। তবে সবার সম্পর্ক জেনেই বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন তিনি। বিশেষ করে জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের অনেকেই বৈঠক শেষে প্রধান কোচের প্রশংসা করতে দেখা গিয়েছে।
এ ছাড়া জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গেও লম্বা সময় আলাপ করেছেন কোচ। প্রস্তুতি ম্যাচের আগে মমিনুল হকের সাথে বেশ কিছু সময় কথা বলতে দেখা গিয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে। আগামীকাল থেকে শুরু হবে ক্রিকেটারদের নিয়ে পুরোদমে অনুশীলন।