আইপিএলে আবারো মুস্তাফিজের অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার

গুরুতর সড়ক দুর্ঘটনা কারণে সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন ভারতের গুরুত্বপূর্ণ উইকেট কেপার ব্যাটসম্যান রিশভ পন্ত। যে কারণে আইপিএলের এবারের আসরে তার খেলার সম্ভাবনা একদমই নেই।

যে কারণে টুর্নামেন্টের শুরুর আগে নিজেদের অধিনায়ক পরিবর্তন করেছেন দিল্লি ক্যাপিটালস। রিশভ পন্তের পরিবর্তে আইপিএলের দিল্লির অধিনায়কের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

এর আগে আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একাধিক মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নারের। ২০১৬ সালের সানরাইজার্সকে একমাত্র ট্রফি এনে দিয়েছিলেন তিনি। সে আসলে ওয়ার্নারের সঙ্গী ছিলেন মুস্তাফিজুর রহমান।





এবারও আইপিএলে ওয়ার্নারের অধিনায়ক করতে আবারো দেখা যাবে মুস্তাফিজকে। দিল্লি শুধু অধিনায়ক নয়, সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে। দিল্লির এক কর্মকর্তা ক্রিকেট ভিত্তিক সাইট ক্রিকবাজকে বলেন, ‘ওয়ার্নার আমাদের অধিনায়ক। অক্ষর প্যাটেল সহ-অধিনায়ক।’