ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছে ক্রিকেটাররা। নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছে তারা।
ওমরাহ হজ পালন করে প্রস্তুতি ম্যাচে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামরাও ম্যাচে রয়েছেন। আগে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরেছেন তামিম ইকবাল।
মাত্র দুই রান করেই হাসান মাহমুদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সুযোগ পাওয়া ক্রিকেটারদের পাশাপাশি এই ম্যাচে খেলছে বাইরে থাকা একাধিক ক্রিকেটার।