আগামী ১ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিঃসন্দেহে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে ওয়ানডে সিরিজে দেশি আম্পিয়ারদের সাথে থাকবেন দুইজন বিদেশি আম্পায়ার। সেই সাথে টি-টোয়েন্টি সিরিজ পরিচালিত হবে দেশি অফিসিয়ালদের মাধ্যমে। সংবাদমাধ্যম রাইজিংবিডির এক প্রতিবেদনে জানিয়েছে ওয়ানডে সিরিজে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ভারতীয় জাভাগাল শ্রীনাথ।
সেই সাথে আইসিসির অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে এবং বিসিবির আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর, সৈকত ও সোহেল।
টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। অনফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা সৈকত, তানভীর আহমেদ দুটি ও মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল একটি করে ম্যাচ পরিচালনা করবেন।