মেয়র কাপের উদ্বোধন করতে আজ ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলী

আজ সকালে স্ত্রীকে নিয়ে ঢাকায় আসবেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। স্ত্রী ডোনা গাঙ্গুলীকে নিয়ে আজ সকালেই ঢাকায় আসার কথা রয়েছে তার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে তিনি আসছেন না। তিনি আসবেন ভারতের আইসিআইসিআই ব্যাংকের প্রচারণামূলক কাজে।

আজ সকালের বিমানে সৌরভ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এরপর বিকেল সাড়ে তিনটায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকাপের উদ্বোধন করবেন তিনি।

উদ্বোধন শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের অনুষ্ঠানে যোগ দেবেন সৌরভ গাঙ্গুলী। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ।





এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে। সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে প্রতিযোগিতার বড় চমক বলেই দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।