সংবাদ সম্মেলনে রেগে গেলেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মিরপুর থেকে সংবাদ সম্মেলনে যোগ দেন হাথুরুসিংহে। এসময় তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবনা এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন। তবে প্রথমদিনে কথা বলার মাঝে প্রায়ই মেজাজ হারিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন করা হলে হাথুরুসিংহে বলেন, “আপনি হোম অ্যাডভানটেজ বলতে কী বোঝেন? আমরা যখন নিউজিল্যান্ডে যাই, আমরা কী ধরনের উইকেট পাই? ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় গেলে তারা কী করে? কিংবা ভারত তাদের নিজেদের ঘরে কী করে?”

এরপরে কিছুটা শান্ত হয়ে প্রধান কোচ বলেন, “বিদেশিদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব ভালো করার। আমাদের যা আছে, তাই নিয়েই তো চেষ্টা করতে হবে। আপনার যদি ক্ষেপনাস্ত্র না থাকে, তাহলে তো আপনাকে গেরিলা যুদ্ধ করতে হবে। তাছাড়া তো যুদ্ধ করা সম্ভব নয়।”





হাথুরু আরও বলেন, “প্রত্যেক খেলোয়াড় উন্নতি করছে। আমি মনে করি লড়াই করার জন্য এটি যথেষ্ট। দক্ষিণ আফ্রিকায় খেলোয়াড়রা ভালো করেছে, নিউজিল্যান্ডে ভালো করেছে। আমাদের অনেক ভালো বোলার উঠে আসছে। সুতরাং কিছুটা সময় লাগবে ভালো করতে। আর আমাদের অবশ্যই ঘরের মাঠের সুবিধা নিতে হবে।”