আমরা সবাই জানি, হাথুরু গুড প্ল্যানার। সত্যি বলতে, প্ল্যানিংয়ের মাস্টার সে : খালেদ মাহমুদ সুজন

সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে বাংলাদেশে এসে পৌছাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ রাত ১০:৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবেন তিনি।





আগামী এক মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যাত্রা শুরু হচ্ছে হাতুরুসিংহের। হাতুরুসিংহে আশার পরেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে কথা হবে বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। আজ সাংবাদিকদের সাথে আলাপ করে সুজন বলেন,

“এখন থেকেই একটা ফ্ল্যাট ব্যাটিং উইকেটে কীভাবে আমাদের বোলাররা প্রতিপক্ষকে আটকাচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো তো অবশ্যই…… হাথুরু আসুক। যদিও ইংল্যান্ড সিরিজটা খুব কাছে। এর মধ্যে কতটুকু সিদ্ধান্ত নেওয়া যাবে জানি না। তবে হাথুরু আসলে, হাথুরু অনেক বড় চিন্তা করে”।

“আমরা সবাই জানি, হাথুরু গুড প্ল্যানার। আমি মনে হয় সত্যি বলতে, প্ল্যানিংয়ের মাস্টার সে। কারণ উনি অনেক বড়টা দেখতে পারেন, দূরেরটা দেখতে পারেন। সুতরাং আমার মনে হয়, ও আসলে এগুলো নিয়ে কাজ করা যাবে।”

হাথুরুর অধীনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্য জানিয়ে সুজন বলেন, “ওয়ানডে বিশ্বকাপ মানেই আমাদের জন্য মূল সংস্করণ। আমি তো চাই, আমরা এখানে বড় খেলি। যেটা করতে পারিনি এখন পর্যন্ত, সেরকম করতে চাই। ভালো কিছু করতে চাই। যেরকম বললাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই।





“যদি এরকম কথাটা বলি আমি প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমরা অবশ্যই কোয়ার্টার ফাইনালে যেতেই চাই। নক আউট স্টেজে গিয়ে সবসময় চান্স থাকবে… নির্দিষ্ট দিনে ভালো খেললে সামনে এগিয়ে যাওয়ার, সেমি-ফাইনাল ও ফাইনাল খেলার”।





“আমার কথা হচ্ছে, হাথুরুর কোচিংয়ে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের কতটা উন্নতি হয়। আমরা এখন ওয়ানডেতে খুব অভিজ্ঞ একটা দল। এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। অনেক দিন ধরে এটাতেই ভালো করছি। এই ভালোটা কীভাবে আরও ওপরে যাওয়া যায় সেটাই লক্ষ্য থাকবে।”