শুরু হচ্ছে নতুন অধ্যায়। আজ রাতে বাংলাদেশে পা রাখবেন হাতুরুসিংহে

সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে বাংলাদেশে এসে পৌছাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানা গেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ রাত ১০:৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবেন তিনি।

ঢাকায় এসে একদিন বিশ্রাম নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকেই ক্রিকেটারদের নিয়ে মিরপুরে অনুশীলন শুরু করবেন হাথুরুসিংহে। এরপর ২৩ মিরপুরে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা। জানা গেছে হাথুরুসিংহে ওই ম্যাচে নজর রাখবেন।

জাতীয় দলের ক্রিকেটারদের কার কী অবস্থা তা খুঁটিয়ে দেখার পরই শিষ্যদের নিয়ে নতুন ইনিংস শুরু করবেন হাতুরুসিংহে। আগামী এক মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়েই আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যাত্রা শুরু হচ্ছে হাতুরুসিংহের।