বিপিএল নিয়ে তো তর্ক বিতর্কের কোন শেষ নেই। কিন্তু তার মধ্যেও বিপিএলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রাপ্তি রয়েছে। জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও বিপিএল আয়োজনে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে আগামী বছর বিপিএল আয়োজন করতে সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাঁসা সূচির কারণে বিপিএলের জন্য এক-দেড় মাসের ফাঁকা সূচি পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে বিসিবির জন্য।
তবে আগামী বছর ডিসেম্বর এবং জানুয়ারিতে একটি ফাঁকা সময় রয়েছে। যে সময় বিপিএল আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেখানে বড় আরও একটি সমস্যা সামনে দাঁড়িয়ে রয়েছে বিসিবি। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।
ওই সময় জাতীয় নির্বাচন হওয়ায় ফাঁকা স্লটে তারা বিপিএল আয়োজন করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা আছে। সোমবার সিলেটে সংবাদ মাধ্যমকে তিনি বলেন,
“সামনের বছর বিপিএলের স্লটই আমরা খুঁজে পাচ্ছি না। স্লট বের করাই অসম্ভব হয়ে গেছে। একটা ফাঁকা সময় পেয়েছি। যদি জাতীয় নির্বাচন হয় তাহলে আসরের মাঝে গ্যাপ দিতে হতে পারে। কারণ নির্বাচনের মধ্যে আমরা নিরাপত্তা দল পাবো কোথায়। সকলকে তো নির্বাচনে থাকতে হবে।”