বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগের পর এখনো জাতীয় দলের জন্য কোন কোর্স চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও মাঝে জানা গিয়েছিল জাতীয় দলের জন্য কোচ চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট বোর্ড।
যেখানে নাম উঠেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ হাথুরুসিংহে। কিন্তু দুইদিন আগে জানা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না বলে দিয়েছেন তিনি।
এদিকে আগামী মাসেই বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে নতুন কোচ পেয়ে যাবে বাংলাদেশ।
সিলেটে বিসিবি সভাপতি বলেছেন, “ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন (কোচ) । চলে আসবে। কে আসবে সেটা এখনো বলব না। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এসে পড়বে।”
শোনা যাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহকেই আবার ফেরাচ্ছে বিসিবি। তার সঙ্গে চুক্তি প্রায় পাকাপাকি। কোচ চূড়ান্ত না হওয়ার আগে বিসিবি সভাপতি কারও নাম প্রকাশ করতে চাইছেন না,
“আমি তো জানি না (কোচ হাথুরুসিংহে হচ্ছেন কিনা?)। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। নিউজ তো আমি দেইনি। দেখতে পাবেন। ১৮-২০ এর মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে, অপশন আছে। আমরা এরমধ্যে থেকে পেয়ে যাব।”