আগামী ২০ ফেব্রুয়ারি টোয়েন্টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। ইতিমধ্যেই এই সিরিজকে সামনে রেখে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছিল আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জানিয়েছে ২০ ফেব্রুয়ারি নয় ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট। আর সেজন্য বাতিল করা হয়েছে দুটি প্রস্তুতি ম্যাচ। তবে সময়সূচিতে কোন পরিবর্তন আনা হয়নি।
প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় এক এবং তিন মার্চ। বাকি একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় মার্চ চট্টগ্রামে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ৯ মার্চ। বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ ১২ এবং ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ঢাকায়।
সবশেষ ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে সাদা বলের ক্রিকেট খেলেছিল থ্রি লায়ন্সরা। ৭ বছর পর আবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে তারা। এই সিরিজের ওয়ানডে তিনটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করেছে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিপক্ষে সিরিজ দুটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে দারুণ পরীক্ষার।
অবশ্য বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ঘরের মাঠে বেশ শক্তিশালী দল। ২০১৪ সাল থেকে ঘরের মাঠে খেলা ১৪টি সিরিজের মাত্র একটি সিরিজ হেরেছে। তাও ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে।