আমি সমালোচনা নিয়ন্ত্রণ করতে পারব না। তারা যদি বুঝে-জেনে কথা বলে তাহলে ভালো : নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বিগত কয়েক মাস যাবত বাজে পারফরমেন্সের মধ্যে দিয়ে যাওয়ায় তাকে নিয়ে হয়েছিল নানা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ‌্যমের সময়ে ট্রল হচ্ছে অনলাইন দুনিয়ায়।





সঙ্গে সামনাসামনিও সমালোচনা, স্লেজিং বাদ পড়ছে না। সবকিছুকেই সহ‌্য করতে হচ্ছে শান্তকে। তবে বিপিএলে ভালো পারফরম্যান্স করায় হয়তো কিছুটা সমালোচনা কম হচ্ছে শান্তকে নিয়ে। তবে পরিবারকে টেনে সমালোচনা করলে সেটি খারাপ লাগে বলে জানিয়েছেন শান্ত। বিপিএলে আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন,

“সামাজিক যোগাযোগ মাধ‌্যম আমার জন‌্য যতটা না কঠিন… তার থেকে বেশি কঠিন আমার পরিবারের জন‌্য। সত‌্যি বলতে, আমি যেভাবে বুঝি আমার পরিবারের সদস‌্যরা কিন্তু সেভাবে বোঝে না। তারা কষ্ট পায়। তারাও বাইরে যায়। এই জিনিসটার জন‌্য আমি মাঝে মাঝে হতাশ হয়েছি। আমারও কষ্ট লেগেছে।”

“এটা আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতোটা পরিশ্রম করি সেসব বলে দেয়। অনেকে জানে না সেসব। অনেকের জানার প্রয়োজনও নেই। এগুলো নিয়ে যত বেশি কথা আমি বলবো তত বেশি বলা হবে।”





“এটা আসলে যার যার চিন্তা থেকে বলে। কিন্তু তারা যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে ভালো। আমি এটা বলছি না যে, আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ‌্যই সমালোচনা হবে। আমি মনে করি আরও ভালো পন্থায় হতে পারতো। যেটা আমার পরিবারের জন‌্য ভালো হতো। এতোটুকুই।”