সৌম্য সরকারের ৫৭ রানের পরেও খুলনার বিপক্ষে মাত্র ১০৮ রানে অলআউট ঢাকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে একদমই ভালো পারফরম্যান্স করতে পারছে না ঢাকা ডমিনেটার্স। বিপিএলে টানা ছয় ম্যাচ হারের পর আজ ২৪ তম ম্যাচে মিরপুরে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল ঢাকা। যেখানে আজকের ম্যাচে একমাত্র সৌম্য সরকার ছাড়া আর কোন ব্যাটসম্যান রানই করতে পারেনি।





১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে ঢাকা। এর মধ্যে সৌম্য সরকার একাই করেছেন ৫৭ রান। বিপিএলে এটাই এবারের আসরের সৌম্য সরকারের প্রথম হাফ সেঞ্চুরি। ৪৫ বলে ছয়টি চার এবং দুটি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি।

ঢাকার হয়ে মাত্র দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন তাসকিন আহমেদ। ৯ বলে ১২ রান করেছেন তিনি। বাকিদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরের পৌঁছাতে পারেনি। খুলনার হয়ে নাহিদুল ইসলাম চার ওভারে দুই মেডেইনে ৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও তিনটি উইকেটে নিয়েছেন নাসুম আহমেদ।

খুলনা একাদশ : তামিম ইকবাল, শাই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), আমাদ ভাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।





ঢাকা একাদশ : উসমান গনি, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, আমির হামজা, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ।