বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩ তম ম্যাচে আজ মিরপুরে টনটন উত্তেজনায় শেষ মুহূর্তে বরিশালকে ২ রানে হারিয়েছে সিলেট। বরিশালের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে সিলেট স্ট্রাইকার্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে পর্যন্ত বরিশাল।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট স্ট্রাইকার্স। ইনিংসের দ্বিতীয় ওভারেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যান জাকির হাসান ০, তৌহিদ হৃদয় ৪ এবং মুশফিকুর রহিম ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। বিধ্বংসী বোলিং করে ওই ওভারের তিনটি উইকেট তুলে নেন মোহাম্মদ ওয়াসিম।
তবে এরপরে ঘুরে দাঁড়ায় সিলেট। টম মুরসকে সাথে নিয়ে ৭১ বলে ৮১ রানের পার্টনারশীপ গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৪০ রান করে সাকিব আল হাসানের বলে প্যাভিলিয়নে ফেরেন টম মুরস। অন্য প্রান্ত থেকে ৪৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত।
তবে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর বিধ্বংসী রূপে খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত এবং থিসারা পেরেরা। আজ ৬৬ বলে ১১টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৮৯ রান করে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ২১ রান করেন থিসেরা পেরেরা।
জবাবে ব্যাক করতে নেমে শুরুটা ভালই পেয়েছিল বরিশাল দুই উদ্বোধনী ব্যাটসম্যান এবং ইব্রাহিম জাদরান ৪.৫ ওভারে যোগ করেন ৪২ রান। ১৯ বলে চারটি ছক্কার সাহায্যে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। এরপরই ৩ রান করে প্যাভিলিয়নে ফেলেন এনামুল হক বিজয়।
ব্যাট হাতে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান ১৮ বলে তিনটি চার এবং একটি ছক্কার সাহায্যে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব এর আগেই ৩৭ বলে ৪২ রান করে প্যাভিলিয়নের ইব্রাহিম জাদরান।
ইনিংসের ১৬তম ওভারে মাশরাফির শেষ তিন বলে তিনটি ছক্কা হাকিয়ে খেলা জমিয়ে দেন করিম জান্নাত। তবে ইনিংসের ১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে করিম জান্নাতের উইকেট তুলে নিয়ে খেলা আবারও জমিয়ে দেন মোহাম্মদ আমির।
১৮ তম ওভারে দুটি ছক্কা এবং একটি চার সহ ১৮ রান নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে বরিশাল। ১৯ তম ওভারে প্রথম বলেই মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট তুলে নেন মোহাম্মদ আমির। শেষ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ১৫ রানের।
প্রথম বল হোয়াইট দিলেও পরের বলেই ইফতিখার আহমেদের উইকেট তুলে নেন রেজাউর রহমান রাজা। এরপর দ্বিতীয় বলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলে ছক্কা এবং শেষ বলে চার মারেন মোহাম্মদ ওয়াসিম।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।
ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম, সাইফ হাসান, খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম।