নাসির-সৌম্য সরকারকে পরিকল্পনার কথা জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

বাংলাদেশ প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলছেন জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার নাসির হোসেন এবং সৌম্য সরকার। কিন্তু দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে অনেকটাই ভালো করছেন অলরাউন্ডার নাসির হোসেন। অন্যদিকে একদমই খারাপ পারফরমেন্স করছেন সৌম্য সরকার।





এবারের বিপিএলে প্রতিটি ম্যাচেই নজর কেড়েছেন নাসির হোসেন। প্রতিটি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন তিনি। ধারাবাহিকভাবে ভালো খেলা নাসিরের সংগ্রহ মোট ২৮৬ রান (৩৬*, ৪৪, ৩০ , ৩৯, ৬৬ ৫৪*, এবং ১৭)। সাথে ৯টি উইকেটও আছে।

সব মিলে পারফরমার নাসির নজর কেড়েছেন। ব্যাট ও বল হাতে নৈপুণ্যের দ্যুতিতে আলো ছড়াচ্ছেন। নাসিরকে নিয়ে কী ভাবছেন নির্বাচকরা? গতকাল মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন,

“নাসির অনেকদিন পর কামব্যাক করেছে। ওকে ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকতে হবে। সিলেকশন প্যানেলের বিবেচনায় আছে। সবাইকে নিয়েই চিন্তাভাবনা হচ্ছে। যখন যাকে দরকার হবে, তখন তাকে চিন্তা করা হবে। নাসির অভিজ্ঞ খেলোয়াড়, অনেকদিন ধরে খেলছে। নিজের ছন্দে থাকলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে।”

যেখানে নাসির হোসেন ভালো করছেন সেখানে বিপরীত অবস্থা সৌম্য সরকারের। রান করতেই যেন ভুলে গেছেন সৌম্য। ৭ ম্যাচে করেছেন-১৬, ০, ০ , ৪, ৬ , ১৬, ৩। একবার বিশের ঘরেও যেতে পারেননি বাঁহাতি টপ অর্ডার।





তাকে নিয়ে নির্বাচকদের ভাবনা কী? প্রধান নির্বাচকের জবাব, “এটা এখন এভাবে বলা মুশকিল। এখন টুর্নামেন্টের অর্ধেক। ৯৫ শতাংশ ম্যাচ শেষ হলে মূল্যায়ন করা যাবে, কার পারফরম্যান্স কোনদিকে যাচ্ছে। তারপরও বলব, সব ক্রিকেটারকেই মনিটরিং করা হচ্ছে।”