বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ বিপিএলের ২২ তম ম্যাচে ঢাকা ডমিনেটরসকে ৬০ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে ঢাকা।
কুমিল্লার দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্ট্রাগল করেছে ঢাকার ব্যাটাররা। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর ৬ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেটে উসমান ঘনিকে নিয়ে কিছুটা চেষ্টা চালিয়েছেন অধিনায়ক নাসির হোসেন।
কিন্তু ১৫ বলে ১৭ রান করে নাসির ফিরলে এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি ঢাকা। ১০৪ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে স্বাগতিক দল। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন উসমান ঘনি। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৪ উইকেটের ঝলক দেখিয়েছেন নাসিম শাহ।
এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিজে থিতু হয়েও ফিরে যান লিটন দাস। ডানহাতি এই ওপেনার করেন ২০ রান। অবশ্য সাময়িক চাপ সামলে নেন ইমরুল-চার্লস জুটি। তবে ব্যক্তিগত ২৮ রান করে ইমরুলের বিদায়ের পর চার্লস ফেরেন ৩২ রান করে।
অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও পাননি রানের দেখা, ফিরেছেন ৯ রান করে। খুশদিল ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন। তখনও দলের রান দেড়শোর ঘরে ছোঁয়নি। তবে শেষ দিকে জাকের আলি অনিকের ২০ এবং আবু হায়দার রনির ১১ রানে ভর করে কুমিল্লার দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৬৪।