বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করছেন মাশরাফি বিন মুর্তজা। শুধু বল হাতেই নয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। মাশরাফি বিন মর্তুজার মধ্যে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল কতটা, তা আর নতুন করে প্রকাশ করার কিছুই নেই।
মাঝারি মানের সিলেট স্ট্রাইকার্স এবার মাশরাফির নেতৃত্বে দুর্দমনীয় দলে পরিণত হয়েছে। তবে শুধু অধিনায়ক হিসাবেই নয় দীর্ঘ আট মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে বল হাতে প্রতিটি ম্যাচেই উইকেটে তুলে নিচ্ছেন মাশরাফি।
বোলিংয়ে গতি আগের মত না থাকলেও এখনো পর্যন্ত ছয় ম্যাচের তিনি তুলে নিয়েছেন নয় উইকেট। ২০১৭ সালের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর আর জাতীয় দলে দেখা যায়নি মাশরাফিকে।
এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর সুযোগটুকু পাননি মাশরাফি। মাশরাফিও অভিমান করে এখনও অবসরের ঘোষণা দেননি। কিন্তু ভক্ত ও সমর্থকদের প্রবল ইচ্ছে, মাশরাফিকে অন্তত অবসরের ঘোষণা দেওয়ার একটা মঞ্চ তৈরি করে দেওয়া হোক।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, যদি বোর্ড সম্মত হয়, তাহলে মাশরাফিসহ আরও কজন ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের সুযোগ দেওয়া হবে।
রাজ্জাক বলেন, “এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এসব স্পেশাল ডিসিশন। যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয়, আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। আমরা চাই খেলোয়াড়রা মাঠ থেকে যেন বিদায় নেয়। দেখতেও ভালো লাগবে, মানুষও খুশি হবে। এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত।”
রাজ্জাক যোগ করেন, “বোর্ড এমন সিদ্ধান্ত আমরা সম্মান জানাব। শুধু মাশরাফির ক্ষেত্রে নয়, সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অনেক দিন ধরে খেলেছে, সবার ক্ষেত্রে এমন হলেই ভালো। খেলোয়াড়েরও একটা স্মৃতি থাকবে। মাঠ থেকে বিদায় নিলে খারাপ হয় না।”